Book: তুমিও জিতবে / Tumio Jitbe (You can Win)
Writer: শিব খের / Shib Kher
Translater : শ্রী এ কে সামন্ত
Genre: অনুপ্রেরণামূলক / Motivational
প্রকাশনা: ম্যাকমিলান প্রকাশনী ইন্ডিয়া লিমিটেড
মুদ্রণ: ফোকাস প্রিন্টার্স
Size: 7 MB
প্রথম প্রকাশ: ২০০২
READ FULL BOOK FROM THIS EMBED ↓
লেখক সম্পর্কে
শিব খেরা `Qualified Learning Systems Inc. U.S.A' এর প্রতিষ্ঠাতা। তিনি একজন শিক্ষাসংস্কারক, ব্যবসা-বাণিজ্যের পেশাদার উপদেষ্টা, অত্যন্ত চাহিদাসম্পন্ন বক্তা এবং সফল নিয়োগকর্তা। শিব খেরার তাই অনেক পরিচয়।
তিনি বিভিন্ন ব্যক্তিকে তাদের প্রকৃত সুপ্ত সম্ভাবনা সম্পর্কে অবহিত ও উদ্বুদ্ধ করতে সাহায্য করেছেন। তিনি তাঁর প্রগতিশীল বার্তা ছড়িয়েছেন পৃথিবীর নানা প্রান্তে- ইউ.এস. থেকে সিঙ্গাপুর থেকে ভারত থেকে ............. তাঁর সাধারণ জ্ঞান এবং গভীর বিশ্বাস অগণিত মানুষকে, তাদের দৃষ্টিভঙ্গিকে পুনর্মূল্যায়ণ করতে অনুপ্রাণিত করেছে। তাঁর দীর্ঘ কুড়ি বছরের গবেষণা, মেধা এবং অভিজ্ঞতা বিভিন্ন মানুষকে তাদের ব্যক্তিগত বিকাশ ও পরিপূর্ণতার সাহায্য করেছে।
শিব খেরা `Qualified Learning Systems Inc. U.S.A' এর প্রতিষ্ঠাতা। তিনি একজন শিক্ষাসংস্কারক, ব্যবসা-বাণিজ্যের পেশাদার উপদেষ্টা, অত্যন্ত চাহিদাসম্পন্ন বক্তা এবং সফল নিয়োগকর্তা। শিব খেরার তাই অনেক পরিচয়।
তিনি বিভিন্ন ব্যক্তিকে তাদের প্রকৃত সুপ্ত সম্ভাবনা সম্পর্কে অবহিত ও উদ্বুদ্ধ করতে সাহায্য করেছেন। তিনি তাঁর প্রগতিশীল বার্তা ছড়িয়েছেন পৃথিবীর নানা প্রান্তে- ইউ.এস. থেকে সিঙ্গাপুর থেকে ভারত থেকে ............. তাঁর সাধারণ জ্ঞান এবং গভীর বিশ্বাস অগণিত মানুষকে, তাদের দৃষ্টিভঙ্গিকে পুনর্মূল্যায়ণ করতে অনুপ্রাণিত করেছে। তাঁর দীর্ঘ কুড়ি বছরের গবেষণা, মেধা এবং অভিজ্ঞতা বিভিন্ন মানুষকে তাদের ব্যক্তিগত বিকাশ ও পরিপূর্ণতার সাহায্য করেছে।
BOOK REVIEW
“বিজয়ীরা ভিন্ন ধরণের কাজ করে না,
বরং তারা একই কাজ ভিন্ন ভাবে করে।”
বইয়ের মূল পৃষ্ঠার এ-কথাই বইটি কেমন তার পরিচয় বহন করে…
শুরুতেই বলে রাখি, এটি একটি অণুপ্রেরণামূলক বই। শুধু তাই নয় এটি পুরো বিশ্বব্যাপী সবচেয়ে বিক্রিত বইয়ের মধ্যে উল্লেখযোগ্য। এ বইয়ের প্রতিটি লাইন মন ছুয়ে দেয়ার মতো। এমন এক বই যা বারবার পড়লেও বিরক্তি আসে না। বইটির প্রতিটি কথা যেন সফলতার মন্ত্র।
যদিও বইটি প্রথমে ইংরেজি ভাষায় লেখা হয়েছে, পরবর্তীতে এটি বাংলাসহ আরও কয়েকটি ভাষায় অনুবাদ করা হয়েছে।
এই খ্যাতনামা বইয়ে মোট ৮ টি অধ্যায় বিদ্যমান। বিভিন্ন ঘটনা, গবেষণা খুব আকর্ষণীয় ভাবে তুলে ধরা হয়েছে। কেমন দৃষ্টিভঙ্গি, কেমন কাজ আপনার করা উচিত তা সুস্পষ্ট ধারণা দেয়া হয়েছে।
বইটিতে বিভিন্ন ধরনের শিক্ষা ও দিকনির্দেশনামূলক বিষয় রয়েছে যেগুলো পড়লে আপনি বুঝতে পারবেন আপনার জীবন কতটা গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে, পরাজয়কে মেনে নিলেই আমরা পরাজিত। আর পরাজয় থেকে শিক্ষা গ্রহণ করে পরবর্তীতে কর্মে তার প্রতিফলন ঘটাতে পারলে বিজয় আসবেই।
অনেকের অজানা হতে পারে, তবে এটাই সত্য যে, বেশিরভাগ মানুষেরই অকৃতকার্য হওয়ার পেছনে তার বুদ্ধিহীনতাই দায়ী নয়। বরং আকাঙ্ক্ষা ও শৃঙ্খলার ঘাটতি কিংবা অভাববোধই দায়ী। তাই যেকোনো কাজের শুরুতে আমাদের ভাবতে হবে, নির্ধারণ করে নিতে হবে – আমরা কি অর্জন করতে চাই, অভীষ্ট লাভ কিভাবে করতে চাই এবং তার জন্য পরিকল্পনা কেমন হবে।
প্রত্যেকের জীবনকে তার নিজের মত করে তৈরি করে নিতে হবে। যদিও কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম টা দেখতে পাওয়া যায়। উদাহরণস্বরূপ, জন্ম-মৃত্যু কার-কোথায়-কিভাবে হবে এসব বিষয় যেমন নির্ধারণ করা যায় না, ঠিক এমনি ভাবে অনেক বিষয় আছে যা নিজের মত নির্ধারণ করা যায় না। তাই কিছু বিষয় আছে মেনে নিতে হয়। এসব বিষয় মেনে নিয়েই আমাদের সামনে এগুতে হবে।
নিজের সক্ষমতা নিয়ে সংশয় কিংবা দ্বিধা থাকলে বুঝে নিতে হবে আমরা আগেই হার মেনে নিয়েছি। সঠিক সংকল্প, দৃঢ় মনোবল ও নিজের প্রতি আত্মবিশ্বাসই পারে আমাদের বিজয়ের শিখরে পৌঁছে দিতে।
পরিশেষে, নিজেকে জেতাতে দরকার কিছু সুনির্দিষ্ট পন্থা অবলম্বন করা। তাই বলা যায় যে, একজন উচ্চ অভীষ্ঠকারীর জন্য “তুমিও জিতবে” বইটা একটা পর্যায়ক্রমিক উপকরণ।
PDF LINK 🖇️
♥ VISIT AGAIN ♥
বইটি যদি ভালো লাগে তাহলে comment করে জানাবেন এবং এরকম আরো বই আপনার ইনবক্সে সরাসরি পেতে FOLLWOW US …
0 Comments
Please Do Not Spam…